ইশরাক
হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা
চেয়ে দায়ের করা রিটের আদেশ আজ বৃহস্পতিবার (২২
মে) ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন।
রিট
আবেদনের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত চত্বরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, বিশেষ করে মাজার গেট ও বার কাউন্সিল
গেটে অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
এর
আগে বুধবার (২১ মে) হাইকোর্ট
এই রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করেন। রিট আবেদনটি দায়ের করা হয় গত ১৪
মে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে এই আবেদনটি করেন।
তার পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাজী আকবর আলী।
রিট
আবেদনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি, তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী
ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়।