ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথে আর কোনো আইনগত
বাধা রইল না। আজ বৃহস্পতিবার (২২
মে) হাইকোর্ট একটি রিট আবেদন খারিজ করে এই আদেশ দেন,
যা তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
বিচারপতি
মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ
রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়
উল্লাসে ফেটে পড়েন ইশরাক হোসেনের সমর্থকরা। তবে তারা ঘোষণা দিয়েছেন, দলের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ না করা পর্যন্ত
রাজপথ ছাড়বেন না।
এর
আগে টানা ৮ দিন ধরে
রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইশরাকপন্থী নেতাকর্মীরা। বুধবার রাতভর তারা অবস্থান নেয় যমুনা টাওয়ারের সামনের হেয়ার রোডে।
আজ
ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে
দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে শুরু করেন। এতে কাকরাইল থেকে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা
দলীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের
পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যমুনা টাওয়ারের আশপাশে বাড়ানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর উপস্থিতি। সকাল থেকেই সেখানে এপিবিএন, র্যাব, বিজিবি
ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল।