× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়’

ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২৫, ১৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগারের জামিন হয়ে যায়, অথচ যাদের পক্ষে অর্থ বা প্রভাবশালী লোক নেই, তারা বছরের পর বছর জুলুমের শিকার হয়। আওয়ামী আমলে বহু মজলুম মানুষ জামিন না পেয়ে কারাগারে পড়ে থাকে।

বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

সারজিস আলম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলায়” এখনও অনেক আলেম-উলামা আদালতের চক্কর কাটছেন, কেউ কেউ এখনো কারাগারে বন্দি। অথচ গত কয়েক মাসে এমন অনেক দাগী আসামি জামিন পেয়ে গেছে, যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তাদের অপরাধ হয়েছিল বিএনপির শাসনামলে। তিনি জিজ্ঞেস করেন, “এগুলো কিভাবে হয়? কার সুপারিশে হয়? কোন আইনজীবী আর কোন বিচারকের প্রত্যক্ষ মদদে এসব হয়?”

তিনি আরও বলেন, “প্রকাশ্য দিবালোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, রক্ত ঝরলো, তারপরও মাসে একটা বিচারকার্যও সম্পন্ন হয় না! একটি খুনেরও বিচার হয় না!”

প্রসঙ্গে তিনি আঙুল তুলেছেন আইন উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ . আসিফ নজরুলের দিকে। সারজিস প্রশ্ন রাখেন, “এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়?”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.