অন্তর্বর্তী
সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার
(২২ মে) দুপুর ১টা ২ মিনিটে নিজের
ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি
এ আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে ইশরাক লেখেন, “আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়,
আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত
চলেছে, লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না,
আরও বিস্তৃত করতে হবে।”
-682ee551a7aba.png)
এর
আগে একই দিনে হাইকোর্ট বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ
রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা
চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেন। আদালত বলেন, রিটকারির এ বিষয়ে এখতিয়ার
নেই, এবং নির্বাচন সংক্রান্ত মামলাটি ভুল ফোরামে আনা হয়েছে। আদালতের এই আদেশের ফলে
ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত
বাধা রইল না।
ইশরাকের
পক্ষে এ রায়কে ‘জনগণের
বিজয়’ হিসেবে দেখলেও, তার সমর্থকরা আন্দোলন বন্ধ করেননি। বরং দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের
পদত্যাগ না হওয়া পর্যন্ত
রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। এর আগেই, কাকরাইল
এলাকায় দেওয়া এক বক্তৃতায় ইশরাক
হোসেন সরাসরি এই দুই উপদেষ্টার
পদত্যাগ দাবি করেন।