বিএনপি
নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে
রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত এক কর্মসূচিতে তারা
এ ঘোষণা দেন।
এ
সময় কাকরাইল মোড় ও আশপাশের এলাকা
স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমর্থকরা ‘যমুনারে যমুনা, শপথ ছাড়া যাব না’, ‘এই মাত্র খবর
এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘দফা এক, দাবি—নির্বাচিত সরকার’—এই ধরনের স্লোগানে
পুরো পরিবেশ উত্তপ্ত করে তোলেন।
এর
আগে, বুধবার সকাল থেকেই কাকরাইলে শুরু হয় টানা অবস্থান
কর্মসূচি। সারারাত ধরে বিক্ষোভ চালিয়ে যান ইশরাকের সমর্থকরা। তারা জানান, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হলে তারা
আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই রাজপথ ছাড়বেন না।
বিক্ষোভে
অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত
আন্দোলন চলবে এবং দাবি পূরণ না হলে আন্দোলনের
পরিসর আরও বাড়ানো হবে।
বিক্ষোভকারী
এক কর্মী বলেন, “ইশরাক ভাইয়ের সঙ্গে অবিচার হয়েছে অনেকদিন। এখন আদালতের আদেশ এসেছে, শপথ নিতে কোনো বাধা নেই। কিন্তু সরকার বা মন্ত্রণালয় যদি
বাধা দেয়, তাহলে আমরা রাস্তায়ই থাকব।”
কর্মসূচিতে
ইশরাক সমর্থকদের শৃঙ্খলাবদ্ধভাবে স্লোগান দিতে, প্ল্যাকার্ড ও ব্যানার বহন
করতে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা যায়। তবে স্লোগান আর আবেগপূর্ণ ঘোষণায়
স্পষ্ট, তারা দাবিপূরণ না হওয়া পর্যন্ত
আন্দোলন থেকে সরবেন না।