× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষোণা দিলেন ইশরাক

ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২৫, ১৭:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর কাকরাইলে চলমান অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণের আল্টিমেটাম দেন এবং কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

কর্মসূচি স্থগিতের ঘোষণা দিতে গিয়ে ইশরাক বলেন, “ভুয়া রিটের মাধ্যমে আমাকে মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেওয়া হয়েছিল। তবে আজ হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে বিচার আইনের শাসনের পক্ষে রায় দিয়েছেন। এখন আর বিলম্ব করা যাবে না, দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, “ঢাকাবাসী যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমি চিরদিন তাদের ঋণী থাকব। এই আন্দোলনে নগরবাসীকে হয়রানি দুর্ভোগের জন্য আমি দুঃখিত। আমার পক্ষ থেকে এবং তারেক রহমানের পক্ষ থেকেও তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই।

তবে আন্দোলনের মূল দাবিগুলোর বিষয়ে অনড় অবস্থান ব্যক্ত করে ইশরাক বলেন, “ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের দাবি থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আজ আদালতের রায়ের পর দলের সিদ্ধান্তেই আন্দোলন আপাতত স্থগিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাইতারা যেন নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন।

এর আগে দুপুর ১টা মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন:

"আন্দোলনকারী ভাইদের বলবো, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

উল্লেখ্য, একই দিন হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন। আদালত রায় দেন, রিটকারির বিষয়ে কোনো এখতিয়ার নেই এবং মামলাটি ভুল ফোরামে আনা হয়েছে। ফলে ইশরাকের শপথে আর কোনো আইনগত বাধা থাকল না।

এই আদেশের পর ধারণা করা হচ্ছিল, আন্দোলন থেমে যাবে। যদিও আদালতের রায়কে স্বাগত জানিয়ে ইশরাকের সমর্থকরা উল্লাস প্রকাশ করলেও, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি অব্যাহত রাখেন তারা।

কাকরাইল মোড়ে ইশরাকের সমর্থকদের আন্দোলন গতকাল থেকেই চলছিল। সেখানে দেওয়া এক বক্তব্যে ইশরাক মাহফুজ আলম আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ব্যাংকক থেকে এক প্রতিক্রিয়ায় বলেন, “এই রায়ে জনগণের বিজয় হয়েছে।পাশাপাশি তিনি নেতাকর্মীদেরকে সড়ক অবরোধ না করার আহ্বান জানান।

মির্জা ফখরুলের এই আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ইশরাক আন্দোলনস্থলে এসে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে আন্দোলনের মূল দাবিতে তিনি এখনো অনড় রয়েছেন বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.