বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে। এটি নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটি বিজয় বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (২২ মে) ঢাকার
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো সংক্রান্ত
রিট আবেদন হাইকোর্ট খারিজ করার পর, ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় এক প্রতিক্রিয়ায় তিনি
এসব কথা বলেন।
বিএনপির
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, “আমরা জানি, যখন মেয়র নির্বাচন হয় তখন ফ্যাসিস্ট
আওয়ামী লীগ সরকার জোর করে ফলাফল ছিনিয়ে নিয়েছিল। কিন্তু জনগণ ইশরাক হোসেনকেই তাদের মেয়র হিসেবে মেনে নিয়েছিল।”
তিনি
আরও বলেন, “এই রায় প্রমাণ
করেছে, আইন ও বিচার এখনো
জনগণের পক্ষে কাজ করতে পারে। আমি আশা করব, স্থানীয় সরকার মন্ত্রণালয় আর কোনো জটিলতা
তৈরি না করে দ্রুত
ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা নেবে।”
সড়ক
অবরোধে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “এখন আর সড়ক অবরোধ
করে রাখার প্রয়োজন নেই। আমি নেতাকর্মীদের অনুরোধ করব, জনগণের স্বস্তির কথা বিবেচনায় নিয়ে তারা যেন রাস্তা থেকে সরে আসে।”
বর্তমান
রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, “এই সংকট নিরসনের
একমাত্র পথ হচ্ছে একটি
নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। সংস্কারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। যেসব প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন
করতে হবে। আর যেসব বিষয়ে
এখনো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলবে এবং জাতীয় সনদের অন্তর্ভুক্ত থাকবে।”