বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্ট থেকে খারিজ হওয়ার পর, সেই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। বৃহস্পতিবার (২২ মে) রিটকারীর অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। আদালত বলেন, রিট আবেদনটি শুনানিযোগ্য নয়। এই আদেশের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
হাইকোর্টের এই আদেশের প্রতিক্রিয়ায় ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন সরকারের দায়িত্ব দ্রুত তার শপথ গ্রহণের ব্যবস্থা করা। তারা সতর্ক করে বলেন, আদেশ কার্যকর করতে গড়িমসি করলে তা আদালত অবমাননার শামিল হবে।
প্রসঙ্গত, গত ১৪ মে ঢাকাবাসী মো. মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে তাকে মেয়র ঘোষণা করা নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও দাবি করা হয়। এই রিটে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম শেখ তাপসের বিজয় বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন।
পরবর্তী সময়ে নির্বাচন কমিশন (ইসি) ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পাওয়ার পর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।