“জুলাইয়ের
গাদ্দারদের বলতে চাই—ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। জুলাই
বিপ্লবের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির দায় একান্তই তোমাদের। তোমরা মূলত দেশকে ছুরিকাঘাতে
আহত ও রক্তাক্ত করেছো।”
এই মন্তব্যের
মাধ্যমে জুলাই আন্দোলন বা বিপ্লবকে ঘিরে তৈরি হওয়া অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং তার নেতিবাচক
প্রভাবের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক
ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম।
আজ বৃহস্পতিবার
(২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দেশের চলমান রাজনৈতিক
পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জাতীয় স্বার্থে ঐক্য ও দায়িত্বশীলতার আহ্বান
জানান।
সাদিক কায়েম
বলেন, “দেশের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে
নয়, বরং নিজেদের তাগিদে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”
তিনি রাজনৈতিক
দল ও মত নির্বিশেষে সবাইকে মান-অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে একত্রে কাজ করার আহ্বান জানান।
“ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে আমি অনুরোধ করছি, জাতির স্বার্থে দূরদর্শী এবং দায়িত্বশীল
ভূমিকা পালন করুন। আমাদের বিরোধিতা যতই তীব্র হোক না কেন, দেশের কল্যাণে আমাদের এক
হওয়া প্রয়োজন,”—বলেন তিনি।
-682f39c10ca01.png)
পোস্টে আরও
উল্লেখ করেন, “এখন সময় বিভাজনের নয়, বরং ঐক্যের। সবাই যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে
সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করেন। দ্বিধা নয়—এ লড়াই শুধু দলীয় বা ব্যক্তি স্বার্থের
নয়, এটি দেশ ও জনগণের স্বার্থে।”
পোস্টের শেষে
সাদিক কায়েম আল্লাহর কাছে দেশের নিরাপত্তা ও শান্তির জন্য প্রার্থনা করেন। তিনি লেখেন,
“আল্লাহ যেন আমাদের এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা
করেন। আমিন।”