× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে ছোট আকারে সরকার গঠন করতে হবে’

ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২৫, ২১:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট আকারের অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, “নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি ছোট আকারের সরকার গঠন করতে হবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের কাঠামো ছোট রাখা জরুরি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড দেশে গণতন্ত্রের পথকে সংকুচিত করছে।

সময় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তার মধ্যে ফাটল ধরেছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।

মোশাররফ আরও বলেন, “আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন গঠন করা হলেও এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে এনসিপি আন্দোলনে নেমেছে।

সংবাদ সম্মেলনে আদালতের রায়কে সম্মান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ পড়ানোরও দাবি জানানো হয়।

এছাড়া করিডর বন্দরের মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নির্বাচিত সরকার জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না বলেও সাফ জানিয়ে দেন নেতারা।

সবশেষে, বিতর্কিত মন্তব্যের দায়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় বিএনপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.