× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি ক্ষমতায় আসলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্র দায়িত্ব নেবে- রিজভী

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৫:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে শহীদ আহতদের সকল দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় জুলাই আন্দোলনের শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন।

তিনি জানান, আরমান মোল্লার পরিবারের পূর্ণ দায়িত্ব ইতিমধ্যেইআমরা বিএনপি পরিবারনিয়েছে। সময় তিনি শহীদ পরিবারের পাশে না দাঁড়ানোয় বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। রিজভী বলেন, “শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার রাষ্ট্রের, কিন্তু সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শুধু আরমান নয়, জুলাই আন্দোলনে শহীদ আহত সকলের দায়ভার রাষ্ট্র বহন করবে। এটাই ন্যায্যতা এবং এটাই নৈতিক দায়িত্ব।

সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, “কেন নিহতদের তালিকা এখনও সরকারের কাছে নেই? কেন অবহেলা করা হচ্ছে শহীদদের প্রতি?”

সাক্ষাৎকালে রুহুল কবির রিজভী আরমান মোল্লার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। সময়আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.