× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম- ফারুক

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৭:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

নির্বাচনের উদ্দেশ্যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, নয় মাস পার হয়ে গেলেও তারা এখন পর্যন্ত কোনো রোডম্যাপ দেননি—এমন ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত “জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী” শীর্ষক এক মুক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচনের জন্যই আপনাদের দায়িত্বে বসানো হয়েছিল। অথচ দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা নির্বাচন আয়োজনের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হয়নি। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করতে পারেনি, যার পেছনে কোন প্রভাব বা নির্দেশ কাজ করছে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ অবস্থায় আমাদের দল বাধ্য হয়ে বলেছে—আপনাদের তিনজন উপদেষ্টাকে এখন পদত্যাগ করতে হবে।

সমাবেশে বিশেষভাবে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি কেবল ব্যক্তি ইউনূস নন, আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের একজন সম্মানিত প্রতিনিধি। আপনি নোবেল বিজয়ী, একজন সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন। কিন্তু গতকাল একটি সংবাদ দেখে আমি মর্মাহত হয়েছি। সেখানে বলা হয়েছে, আপনি নাকি এনসিপি নেতাকে বলেছেন—‘আমার পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই।’ খবরটির সত্যতা নিশ্চিত না হলেও, তা পড়ে আমার মন ভীষণ খারাপ হয়ে গেছে।

তিনি বলেন, আপনাকে আমরা যে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব আপনি কতটা পালন করতে পেরেছেন—তা জানার অধিকার আমাদের আছে। আপনি যে পথে অগ্রসর হওয়ার কথা ছিল, সেই পথে আপনি কি আদৌ চলতে পেরেছেন? যদি না পারেন, তাহলে কেন পারেননি, সেটিও জানতে চাওয়া আমাদের ন্যায্য প্রশ্ন।

ফারুক আরও বলেন, আমরা চাই না আপনি পদত্যাগ করুন। আপনি আমাদের গর্ব, আপনি আমাদের জাতীয় সম্পদ। কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের নিষ্ক্রিয়তা জাতিকে হতাশ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.