× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্র নারীর ন্যায্য অধিকার না দিলে দায়িত্ব নেবে হেফাজত— সাজিদুর রহমান

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৮:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয়, বরং নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি বলেন, রাষ্ট্র যদি সেই অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সেই দায়িত্ব হেফাজত ইসলাম গ্রহণ করবে।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর রাজধানীতে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশেনারী সংস্কার কমিশনবাতিল, শাপলা চত্বর এবং জুলাইসহ অতীতের সকল গণহত্যার বিচার, হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সবমিথ্যা মামলাপ্রত্যাহার এবং ফিলিস্তিন ভারতে মুসলিমদের উপর চলমানগণহত্যাবন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী জুন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা রাজনৈতিক দলগুলোকে নিজেদের মতপার্থক্য ভুলে দেশের স্বার্থেজুলাইয়ের চেতনাপুনর্জাগরণের আহ্বান জানান।

হেফাজতের পক্ষ থেকে আরও বলা হয়, তারা নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে। নেতারা অভিযোগ করেন, দেশে ফ্যাসিবাদের দোসররা জাতীয় ঐক্য নস্যাৎ করার চেষ্টা করছে, অবস্থায় বিএনপি জামায়াতকেগুরুত্বপূর্ণ দায়িত্বপালন করতে হবে।

সংগঠনটির নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত . মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় হেফাজত ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.