× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রনেতাদের অযথা বাগবিতণ্ডায় জড়ানোর প্রয়োজন নেই- মামুনুল হক

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৮:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্কে জড়াতে ছাত্রনেতাদের নিষেধ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি বলেন, “ছাত্রনেতাদের প্রতি আমার আহ্বান, তোমাদের ত্যাগ, কুরবানি এবং জুলাই-আগস্টের বিপ্লবে যে ঐতিহাসিক নেতৃত্ব তোমরা দিয়েছ, তা দেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণে রাখবে। কাজেই তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি জামায়াতে ইসলামীর উদ্দেশে মামুনুল হক বলেন, “আপনারা বড় রাজনৈতিক দল। আপনাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় পার হলেও এখনও কাঙ্ক্ষিত সংস্কারের কোনো রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। বলেন, “আমি অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই, অনতিবিলম্বে সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা নির্বাচনী কাঠামোর আমূল সংস্কারের রোডম্যাপ দিন। সেই রোডম্যাপের ভিত্তিতে উপযুক্ত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের সময়সূচি ঘোষণা করুন। সেই নির্বাচন বাস্তবায়নের আগে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি . মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, “আপনি জাতির অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। সেনাপ্রধান দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাদের সবার উচিত দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করা। আপনাদের ব্যক্তিগত মান-অভিমান ১৮ কোটি মানুষের স্বপ্নকে ব্যর্থ হতে দিতে পারে না। শহীদদের রক্তের দাগ এখনও মুছে যায়নি, অনেক মায়ের চোখের পানি শুকায়নি। এখনই ক্ষমতা নিয়ে হানাহানিতে লিপ্ত হওয়া সমীচীন নয়।

তিনি আরও বলেন, “বিএনপিসহ সব রাজনৈতিক দলকে বলবআল্টিমেটাম টাইমফ্রেম দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। সহনশীল অবস্থানে আসুন, দায়িত্বশীল আচরণ করুন।

মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনী ব্যবস্থার যে দুর্বৃত্তায়ন চলছে, তাতে সাধারণ মানুষ বিশ্বাস হারিয়েছে। এই ব্যবস্থায় ভালো মানুষ সংসদ সদস্য হতে পারে না। মব তৈরি করে দাবি আদায়ের যে সংস্কৃতি চালু হয়েছে, তা চলতে থাকলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, “ফ্যাসিবাদের দোসর পৃষ্ঠপোষকরা এখনো সক্রিয়। নিজেদের দ্বন্দ্ব-সংঘাতে তাদের রক্ষা করা হচ্ছে। এভাবে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। তাই আসুন, আমরা হাতে হাত রাখি, জুলাই-আগস্টের চেতনাকে শানিত করে সব ষড়যন্ত্র মোকাবিলা করি।

নারীর অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হেফাজতে ইসলাম সামাজিক, ধর্মীয় রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে। বাবা-মায়ের উত্তরাধিকার সম্পত্তিতে কন্যা সন্তানদের বঞ্চিত করা হচ্ছে। যদি রাষ্ট্র যথাযথ পদক্ষেপ না নেয়, তবে হেফাজত নিজেই প্রতিটি ঘরে নারীদের এই অধিকার নিশ্চিত করবে।

সমাবেশে হেফাজতে ইসলামের অন্যান্য নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন হয়ে বিজয়নগরের পানির ট্যাংকি এলাকায় গিয়ে শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.