বিএনপি
চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, উত্তরে নির্বাচিত মেয়র না আসা পর্যন্ত
তিনি ঢাকাবাসীর পাশে থাকবেন এবং নগর প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে
সরাসরি সহযোগিতা করবেন।
শুক্রবার
(২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক
লিখেন, “শপথ কেবল একটি ফরমালিটি। আমি ‘জনতার মেয়র’ হিসেবে দায়িত্ব পালন করব। কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি থাকে, সেটি নিশ্চিত করাই এখন আমার প্রধান লক্ষ্য।”
-683074eeb0223.png)
তিনি
আরও জানান, “আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি—উত্তরে মেয়র না আসা পর্যন্ত
সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্ন কর্মীদের
দায়িত্ব পালনে আমি সহযোগিতা করে যাব। কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমিও ময়লার কাজে অংশ নেব।”
দক্ষিণ
সিটি করপোরেশন প্রসঙ্গে তিনি বলেন, “দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের
প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে জোনভিত্তিক একটি মনিটরিং টিম গঠন করব। বিকেলের মধ্যেই—১৬ ঘণ্টার মধ্যে—একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা কাজ শুরু করব।”