× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ ড. ইউনূসের সঙ্গে বিএনপি-জামায়াতের বৈঠক

ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২৫, ১০:২৩ এএম

ছবিঃ সংগৃহীত।

শনিবার (২৪ মে) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। দল দুটির পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যদিও শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বৈঠকে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে, জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চায়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিকভাবে শনিবার রাতের বৈঠকের বিষয়টি জানানো হয় বলে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, "চলমান বিষয়াদি নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব।"

সূত্র মতে, জামায়াত মনে করে, ড. ইউনূসের পদত্যাগ কোনো সমস্যার সমাধান নয়। তারা চান তাঁর নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক।

উল্লেখ্য, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এর আগে চলমান সংকট নিরসনে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রতি।

প্রধান উপদেষ্টার সঙ্গে দল দুটির আলোচনায় নির্বাচন, বিচার ব্যবস্থা, কাঠামোগত সংস্কার এবং জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.