গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে কিছু নাবালক উপদেষ্টার কারণে। তাদের কর্মকাণ্ডে দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি এই স্বার্থবিরোধী কাজ বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও অসংখ্য "পানির বোতল" অপেক্ষা করছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “জুলাই বিপ্লব কোনো ব্যক্তির একক অর্জন নয়। এ দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলেই অপশক্তির পতন ঘটেছে। কিন্তু এখন সেই বিপ্লবকে পুঁজি করে কিছু উপদেষ্টা ব্যক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে উপদেষ্টা আসিফ হোসেনের হস্তক্ষেপের কারণে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টি হয়েছে, যা আজকের এই ঐক্য বিনষ্টের পরিবেশ তৈরি করেছে।