× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রকাশ্যে ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২৫, ১১:৩৬ এএম

ছবিঃ সংগৃহীত।

হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমকে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান সারজিস আলমের ঠিকানায়।

গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয়। ওই আদেশের পর নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে সারজিস আলম লেখেন,

“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?”

এই মন্তব্যকে আদালত অবমাননাকর বলে উল্লেখ করে পাঠানো নোটিশে বলা হয়েছে, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.