× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি- সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট

২৪ মে ২০২৫, ১৩:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিএনপিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। রাতে সালাহউদ্দিন আহমেদ জানান, “ড. মুহাম্মদ ইউনূস শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাইনি।” যদিও আজ সকালে বিএনপি সিদ্ধান্ত নেয় যে, প্রধান উপদেষ্টা নির্ধারিত সময় অনুযায়ী তারা বৈঠকে অংশ নেবে।

বিএনপির পাশাপাশি আজই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ শুক্রবার রাতে তার ফেসবুক পেজে লেখেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.