অন্তর্বর্তী সরকারের প্রতি একগুচ্ছ দাবির পক্ষে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ—এই চারটি বিষয় একসঙ্গে ঘোষণা করতে হবে। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সুষ্ঠু সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। এসময় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্বশীল আচরণ জরুরি।”
তিনি বলেন, দেশে বর্তমানে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি হয়েছে, যা সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের আলোচনা ঘিরে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ড. ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছেন। সেই অভ্যুত্থান জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল—বিচার, সংস্কার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের। এখন প্রশ্ন হলো, এই অন্তর্বর্তী সরকার কেবল একটি ‘সরকার’ নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়ভার নিয়েছে?”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, এই সরকার কোনো সাধারণ সরকার নয়। এটি একটি অভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত, যার লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন নয়; বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধগুলোর বিচার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাওয়া।”
নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবেন। তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময় কিন্তু দ্রুতই এগিয়ে আসছে। সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই এই ঘোষণাপত্র প্রকাশের ব্যবস্থা করা উচিত।”