জাতীয়
ঐক্যকে সুদৃঢ় করার লক্ষ্যে ২৪ থেকে ৩০
মে পর্যন্ত সপ্তাহব্যাপী একটি অনলাইন ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
‘Think Back To 36 July’ শিরোনামের
এই প্রচারণার মূল উদ্দেশ্য—ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি
স্মরণ করে দেশের জনগণের মধ্যে ঐক্যের চেতনা জাগিয়ে তোলা।
এই
ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে—জুলাই মাসের স্মৃতিকে কেন্দ্র করে লেখা, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য স্মরণীয় কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে অংশগ্রহণ করতে।
এ
উপলক্ষে ছাত্রশিবির বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে। এসব আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে করণীয় নির্ধারণের কাজও চলমান রয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
ছাত্রশিবিরের
মতে, জুলাইয়ের ইতিহাস জাতিকে সংকটের মুহূর্তে সাহস, প্রত্যয় ও সম্মিলিত প্রতিরোধের
অনুপ্রেরণা দেয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে পুনর্জাগরিত করে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।