× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ে ক্যু অব্যাহত থাকলে হাসিনার মতো পরিণতি হবে- হাসনাত

ডেস্ক রিপোর্ট

২৬ মে ২০২৫, ১৯:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সচিবালয়ের কর্মকর্তারা তাদেরক্যুঅব্যাহত রাখলে, তাদের পরিণতিও হবে পতিত হাসিনার মতো।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “জনদুর্ভোগ ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে, তাদের পরিণতি একই হবে।তিনি বলেন, “বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে, সুতরাং সাবধান!”

হাসনাতের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাসরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। সোমবার (২৬ মে) তারা বিক্ষোভ অবস্থান ধর্মঘট পালন করেন এবং দাবি জানানদিনশেষে যদি অধ্যাদেশ বাতিল না করা হয়, তাহলে সচিবালয় অচল করে দেওয়া হবে।

এর আগে, গত তিনদিন ধরে সচিবালয়ের কর্মকর্তারা এই অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন। তারা নতুন আইনটিকে ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ আখ্যা দিয়ে দাবি করেন, এটি সরকারি চাকরিজীবীদের অধিকার ক্ষুণ্ন করবে। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি হলে, তার পরপরই তারা কঠোর কর্মসূচি ঘোষণার পথে এগিয়ে যান।

হাসনাত আব্দুল্লাহর মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অনভিপ্রেত বললেও, অনেকেই সচিবালয়ের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে বক্তব্যকে রাজনৈতিক অবস্থান থেকে বিবেচনা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.