× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এটিএম আজহারের খালাসের রায়, জামায়াত কর্মীদের শোকরানা নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১২:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫২ মিনিটে প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।

রায়ের পর জামায়াত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েন। তারা রাকাত শোকরানা নামাজ আদায় করে শুকরিয়া জানান।

নামাজ শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় জামায়াত নেতাকর্মীরা বলেন, “মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য বহু ভাই মা-বোন রোজা রেখেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।

আদালতে আজহারের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মতিউর রহমান, ঢাকা উত্তরের আমির সেলিম উদ্দিন, মাসুদ সাঈদী এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ. হেলাল উদ্দিন দেলোয়ার হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.