× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লন্ডনে তারেক-ইউনূস বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট- মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২৫, ১৪:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক—এমনটাই মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ প্রকাশ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়েই রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার একটি সুযোগ তৈরি হতে পারে।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “দলের স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। বৈঠকটি জাতীয় এবং আন্তর্জাতিক—উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি থেকে নতুন রাজনৈতিক মাত্রা সৃষ্টি হতে পারে।”

তিনি আরও জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার দিয়েছে। ফলে বৈঠকটি কেবল আলোচনার স্তরে সীমাবদ্ধ না থেকে বাস্তব রাজনৈতিক অগ্রগতির সূচনাও ঘটাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপি মহাসচিব নিশ্চিত করেন, আগামী ১৩ জুন, লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল। যদিও শুরুতে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে এ বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, তবু পরে তা কার্যত বাস্তবায়নের পথে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.