× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'জুলাই পদযাত্রা'র বার্তা নিয়ে মহেশখালীতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজার জনসংযোগ

ডেস্ক রিপোর্ট

১৩ জুলাই ২০২৫, ১৫:৫৬ পিএম । আপডেটঃ ১৩ জুলাই ২০২৫, ১৫:৫৯ পিএম

কক্সবাজার মহেশখালী উপজেলায় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা উদ্দিনের নেতৃত্বে মহেশখালীর পৌরসভা ও হোয়ানক ইউনিয়নে জনসংযোগ করে এনসিপি। আগামী ১৯ তারিখে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে হোয়ানক ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে এই জনসংযোগ পরিচালনা করা হয় ।

ছবিঃ এনসিপি-এর জনসংযোগ।

গত ১০ জুলাই সকাল থেকে পথে-প্রান্তরে জনসাধারণের সাথে মিশে উনিশ তারিখে কেন্দ্রীয় নেতাদের আগমনী বার্তা পৌঁছে দেন সুজা। এসময় স্থানীয়দের নানা বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। এস. এম. সুজা উদ্দিন বলেন, আগামী ১৯ তারিখ এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে কক্সবাজারের সর্বসাধারণের মধ্যে এক আনন্দে উদ্বেলিত সবাই। সকলেই উৎসুক হয়ে আছে তাদের সাথে দেখা করতে। আমরা আশা করছি, কক্সবাজারে 'জুলাই পদযাত্রা' স্বরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি 'জুলাই পদযাত্রার' অংশ হিসেবে আগামী ১৯ তারিখ কক্সবাজারে আসবেন পার্টির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারী, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ জাতীয় নেতৃবৃন্দ। এই উপলক্ষেই পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস. এম. সুজা উদ্দিনের নেতৃত্বে মহেশখালীর পৌরসভা এবং হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া, হরিয়ারছড়া, কাঠালতলি পাড়া, টাইমবাজারপাড়া, পুঁইছড়া, বড়ছড়া, রাজুয়ার ঘোনা, করুনতলী, মোহরাকাটা ও পানিরছড়া সহ বিভিন্ন এলাকায় এই জনসংযোগ চালানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.