নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা-ভাঙচুরের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি’।
আজ বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম হামলার নিন্দা করে বলেন, আজকের ঘটনার বিচার না হলে আমরা আবার আসব। মুজিববাদ মুক্ত করব নিজ হাতে। আমরা শান্তি ও দেশ গড়ার মিশন নিয়ে এখানে এসেছি।
তিনি গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, মুজিববাদীরা বাধা দিলেও গণঅভ্যুত্থানের মতোই জবাব দেব। আমরা জুলাই পদযাত্রা নিয়ে এসেছি-যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়ে।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও স্থানীয় নেতারা।