× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ডেস্ক রিপোর্ট।

১৭ জুলাই ২০২৫, ১৪:০২ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। তবে এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। মঞ্চে বক্তব্য দিচ্ছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। ইতিমধ্যে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের ঢল নেমেছে জনতা ব্যাংক মোড় এলাকায়।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাড়ে ১২টায় সমাবেশ শুরু হয়। তখন থেকেই মঞ্চে ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা বক্তব্য দিতে শুরু করেন। দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

সালথা উপজেলা থেকে পথসভায় যোগ দিতে আসা মো. হাসান বলেন, ‘আমি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসেছি।

এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতে এখানে এসেছি।’

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘নিরাপত্তার বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ফরিদপুর জেলা পুলিশের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

অন্য কোনো জেলা থেকে বাড়তি জনবল আনা হয়নি।’

ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.