× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড়ে উন্নয়ন ঘটাতে হলে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।

২১ জুলাই ২০২৫, ২২:০১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্য ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়নে ঘটাতে পারলে পাহাড়ি-বাঙালি সবাই লাভবান হবে।

আজ সোমবার (২১ জুলাই) দুপুরে খাগড়াছড়িতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, একটি রাষ্ট্র কত বেশি বৈচিত্র ধারণ করতে পারে, তার ওপরই রাষ্ট্রের মর্যাদা ঠিক হয়। পাহাড়ের উন্নয়নে বসবাসরত সব জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।

এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘পাহাড়ে বসবাস বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠী বঞ্চিত।

নাহিদ ইসলাম বলেন, ‘৭২ এর সংবিধানে সেটিকে অস্বীকার করা হয়েছে। এসব জনগোষ্ঠীর অন্তভূক্তি সেই সংবিধানে নিশ্চিত করা হয়নি। সেখানে জাতির সঙ্গে জাতির বিদ্বেষ, ধর্মের সঙ্গে ধর্মের পার্থক্য সিকুলারিজমের সঙ্গে ইসলামের বিভেদ; এ রকম নানারকম বিভেদ জিইয়ে রাখা হয়েছে।’

তার আগে দুপুর আড়াইটায় শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশ শেষে পরে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সবার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.