× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকীতে সবার কাছে দোয়া চাইলেন ছেলে সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট।

২৩ জুলাই ২০২৫, ১৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

আজ ২৩ জুলাই, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে এক আবেগঘন বার্তায় তাঁর পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আজ ২৩ জুলাই আমার বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী। ওনার জন্য সবাই দোয়া করবেন।”

স্মরণীয় যে, তাজউদ্দীন আহমদ ছিলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। তাঁর দূরদর্শী নেতৃত্বে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার, যা যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রশাসনিক কাঠামো হিসেবে দায়িত্ব পালন করে।

তাঁর জন্মশতবার্ষিকীতে দেশজুড়ে বিভিন্ন মহলে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে এই মহান নেতাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.