সংস্কারে যারা বাধা দেবে, তারা ইতিহাসে দায় নিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচির পথসভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রব্যবস্থার পূর্ণ সংস্কারের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, “সংস্কারে যারা বাধা দেবে, তারা ইতিহাসে দায় নিয়ে থাকবে। জনগণ তাদের ক্ষমা করবে না।”
ডা. তাসনিম আরও বলেন, ‘এ দেশ ও রাষ্ট্রের জন্য আমরা বহুবার আস্থা রেখেছি, কিন্তু প্রতিবারই প্রতারণার শিকার হয়েছি। এবার আর পিছনে ফেরার সুযোগ নেই। জনগণের শক্তিকে আর অবমূল্যায়ন করা যাবে না। রাষ্ট্রের প্রতিটি স্তরে গঠনমূলক সংস্কার এখন সময়ের দাবি।’
শিক্ষা ও স্বাস্থ্য খাতের দূরবস্থা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, “জামালপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলেও সেখানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না, চিকিৎসাসেবারও তেমন উন্নয়ন হয়নি। শুধু স্থাপনা গড়ে তুললেই উন্নয়ন হয় না। এর বাস্তব কার্যকারিতা থাকতে হবে।”
রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ দেশে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে পেছনে ঠেলে দিয়ে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটছে। কিন্তু আমরা আর নীরব থাকবো না। আমরা কথা বলবো, সংগ্রাম করবো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”
সমাপনী বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, ‘জনগণের প্রত্যাশা আর দাবিকে যারা অবজ্ঞা করবে, তারা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই জনগণের ঐক্যই হবে পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি।’
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান,কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।