× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমরা অন্যায়ের প্রতিবাদ করলে মানহানি মামলা হয়: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট।

১২ আগস্ট ২০২৫, ২০:০১ পিএম

ছবি: সংগৃহীত

অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানহানি মামলা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে যোগ দিয়ে এই অভিযোগ তোলেন তিনি।

সারজিস বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাবিবুর রহমান ও ফজলুর রহমানরা ফ্যাসিবাদের পক্ষে কথা বলেন। তারা দুই ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব করেন না। তিনি আরও বলেন, আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করি, তখন ১০ কোটি টাকার মানহানি মামলা হয়। আমরা বিশ্বাস করতে চাই, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু বলেননি দাবি করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, মিডিয়া ৫ আগস্টের আগের রূপ যে কোনো সময় দেখাতে পারে। যে লোক ওয়াশিংটন ডিসিতে রয়েছেন, মিডিয়া তার সঙ্গে আমাদের বৈঠক করিয়েছে। আমরা চ্যানেলের নাম দেখে শান্ত থাকব না। আমরা দেখব মালিক কে।

যে বাদী মানহানি মামলা করেছেন, তার আমলনামা বের করার আহ্বান জানিয়ে সারজিস বলেন, কেঁচো খুঁড়তে সাপ বের হতে পারে।

প্রসঙ্গত, সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.