আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি নির্বাচন হয়; আমার যে ভাইয়েরা সংস্কার এবং একটি নতুন সংবিধানের জন্য শহীদ হয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। তাহলে তাদের কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মিডিয়ার সম্পাদকরা বাংলাদেশের মানুষকে বারবার ধোঁকা দিচ্ছেন। জুলাইযোদ্ধাদের ক্রিমিনালাইজেশন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বঙ্গভবনের পতন ছাত্রশক্তির হাত ধরেই হবে। বাংলাদেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো জায়গা নাই।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে বিচার করতে হবে। এরপরই আপনার মুখে নির্বাচনের তারিখ শোভা পাবে।
উল্লেখ্য, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনও এই সময়সীমা মাথায় রেখেই তাদের সব প্রস্তুতি সারছে। বিএনপিসহ বেশ কয়েকটি দল সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।