× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সবাইকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সোচ্চার হতে হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।

১৭ আগস্ট ২০২৫, ২০:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভোটাধিকার, মৌলিক অধিকার ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সোচ্চার হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় রাখা ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব বলেন। এসময় তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে সে প্রত্যাশা করে বিএনপি।

তারেক রহমান আরও বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.