× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জামায়াতের প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট।

২৮ আগস্ট ২০২৫, ২০:১৯ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট না করে রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে দলটির শীর্ষ নেতারা এই উদ্বেগ প্রকাশ করেন। তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, ও অতীতের ‘গণহত্যার’ বিচারের দাবি তোলেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন: দৃশ্যমান পরিবর্তন ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

সেমিনারে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।

সেমিনারে জামায়াত নেতারা জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের দোষীদের বিচার দৃশ্যমান করার দাবি তোলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.