× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল ঢাবি ছাত্রদলের

ডেস্ক রিপোর্ট।

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯ পিএম । আপডেটঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াত-শিবির ভোট চোর’ স্লোগান দিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা।

মিছিলের সামনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নানা অভিযোগ আনেন আবিদুল ইসলাম।

রোকেয়া হলে আগে থেকেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিসি ও জিএস পদপ্রার্থী সাদিক কায়েম এবং ফরহাদের নামে ব্যালট পেপারে ক্রস দেওয়া আছে অভিযোগ করে আবিদ বলেন, রোকেয়া হলের একজন মেয়ে আমাকে অভিযোগ করেছে, ভাই যে ব্যালটপত্র আমাকে দেওয়া হয়েছে, তাতে আগে থেকেই সাদিক কায়েম এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।

‘অমর একুশে হলেও এমন ঘটনা ঘটেছে। এটা জেনে যখন আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তাদের কাছে জানতে চাইলাম, তারাও বলেছেন এটা কীভাবে হয়েছে তারা জানেন না।

এরকম ঘটনা আরও বেশি হতে পারে বলে অনুমান করে ভিপি প্রার্থী আবিদ বলেন, আমরা জানি না কত ব্যালটে ক্রস চিহ্ন দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। যেহেতু দুইটা ঘটনার প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.