জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
দলটির নেতাদের বরাতে জানা গেছে, পিআর পদ্ধতির বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ উভয় ক্ষেত্রেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বাস্তবায়ন চাই।
তিনি আরও বলেন, রাজনৈতিক বৈচিত্র্য ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।
জামায়াতের তিন দিনের কর্মসূচি: ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ। ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর সকল জেলা উপজেলায় বিক্ষোভ।