× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামায়াতে ইসলামী স্বাধীন কোনো দল নয়, অন্য দেশের শাখা: রিজভী

ডেস্ক রিপোর্ট।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামী স্বাধীন কোনো দল নয়, অন্য কোনো দেশের শাখা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

রিজভী বলেন, তারা আগে দলের নাম লিখতেন জামায়াতে ইসলামী বাংলাদেশ। আগে জামায়াতে ইসলাম, পরে বাংলাদেশ। তার মানে জামায়াতে ইসলাম বাংলাদেশে কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা। তারা যেহেতু পাশে বাংলাদেশ লেখে তার মানে তাদের আরও শাখা রয়েছে। এটা তাদের বাংলাদেশ শাখা।

রিজভী আরও বলেন, ওয়ান ইলেভেনের সময়ে তারা পরিবর্তন হয়ে লিখলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই রূপ পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। তারা ২০১৬ সালে একবার পতাকার লোগো পরিবর্তন করেছে, এই দু একদিনের মধ্যে তারা আবার লোগো পরিবর্তন করবে।

এসময় রিজভী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূজার নিরাপত্তা দিচ্ছেন অন্যান্য ধর্মের লোকজন, এটাই বাংলাদেশের সৌন্দর্য। দেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ তাকালে চোখ উপড়ে ফেলা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.