× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে ফিরবেন কবে জানালেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।

০৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত।

দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (০৬ অক্টোবর) বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

প্রায় ৫০ মিনিটিরে সাক্ষাৎকারে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেছে, অনেকের ধারণা ছিল হাসিনা সরকারের পতনের পর আপনি দেশে এসে স্বশরীরে দলের নেতৃত্ব দিবেন, গত এক বছর বারবার প্রশ্নটি আসছে এখনো আসছে- আপনি এখানো দেশে ফিরেননি কেন?

এর উত্তরে তারেক রহমান বলেন, কিছু সঙ্গত কারণে হয়ত ফেরাটা হয়ে উঠেনি এখানো। তবে সময়টা চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

বিবিসি বাংলা জানতে চায়, সেটা কবে আমরা কি জানতে পারি?

তারেক রহসান বলেন, দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ

নির্বাচনের আগে আপনি দেশে আসবেন সম্ভাবনা বলা যায়-এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে আমি কিভাবে দূরে থাকি। অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবো।

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.