× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘শাপলা’ নিয়ে অনড় এনসিপি, অদৃশ্য শক্তির সাথে লড়তে রাজি: নাসীরুদ্দীন

ডেস্ক রিপোর্ট।

০৯ অক্টোবর ২০২৫, ২০:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি শাপলা প্রতীক পাবে বলে আশাবাদী। শাপলা প্রতীক না পাওয়ার মধ্যে অদৃশ্য শক্তির হাত রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। নাসীরউদ্দীন বলেন, শাপলা না দিলে ব্যাখ্যা দিতে হবে কমিশনকে। কমিশন ২টি পন্থা অবলম্বন করতে পারবে; ধান, তারা ও সোনালী আশ বাতিল করা বা শাপলা প্রতীক দেয়া। কেন না শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। যেকোনো অদৃশ্য শক্তির সাথে এনসিপি রাজপথে লড়তে রাজি আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গর্ত খুঁড়লে কেঁচো সাপ বের হবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নির্বাচন কমিশন দায়ী থাকবে। শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে এনসিপি নির্বাচনে আসবে না। শাপলা প্রতীক না দেয়ার পিছে নিশ্চয় কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও জানান তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন, শাপলা প্রতীকটি জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। যার জন্য শাপলাকে তালিকায় অন্তর্ভুক্ত জন্য অনুরোধ করেছে এনসিপি। একইসাথে সিইসির সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.