বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন তিন মাসের মধ্যে হওয়ার কথা ছিল। বিএনপিকে ঠেকানোর জন্য জাতীয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন অনেক পিছিয়ে গেছে। তবে নির্বাচন যখনই হোক, বিএনপির ভূমিধস বিজয় হবে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নামে আছে, অস্তিত্ব নাই।
আওয়ামী লীগ নিয়ে দুদু আরও বলেন, রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ কেউ বিশ্বাস করে না, আওয়ামী লীগ ফিরে আসবে। খাপছাড়া মিছিল করলেই ফিরে আসে যাবে না। দিন যত যাবে শেখ হাসিনা মৃত্যুর দিকে ধাবিত হবে। সময়ের কাছে তার জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশ এবং মহল ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ফিরে আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে।