× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।

১৮ অক্টোবর ২০২৫, ১৫:০৫ পিএম

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা। প্রতীক হিসেবে কেন শাপলা নিতে পারব না, সে বিষয়ে সাংবিধানিক ও আইনি একটা ব্যাখা দেবেন আমরা অন্য প্রতীক নিয়ে নেব।’

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলাম; আমাদের নিবন্ধনের বিষয়গুলো হওয়ার আগে থেকেই। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি। আমরা পুনর্গঠনের কথা বলেছিলাম এগুলো প্রতীক ইস্যুর আগেই বলেছিলাম।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা সন্দেহ প্রকাশ করছি, উদ্বেগ প্রকাশ করছি, এই নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.