× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসি ‘মেরুদণ্ডহীন’, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না: হাসনাত

ডেস্ক রিপোর্ট।

১৯ অক্টোবর ২০২৫, ১৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আশঙ্কা প্রকাশ করেছেন, ইসি জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না। তিনি নির্বাচন কমিশনের আচরণে মধ্যযুগীয় বর্বরতা ও রাজা-বাদশাদের খেয়ালখুশিমতো কাজ করার প্রবণতা দেখছেন বলে মন্তব্য করেন।

আজ রোববার (১৯ অক্টোবর) সাংবাদিকদের সাথে আলাপকালে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও দাবি করেন।

এনসিপির এ নেতা নির্বাচন কমিশনকে এমন কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য হুঁশিয়ারি দেন, যা তাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার মতো পরিণতি ঘটাতে পারে।

এদিকে, প্রতীক প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, ‘শাপলা ছাড়া কোনো অবকাশ নেই, কোনো বিকল্প নেই।’ এনসিপি তাদের আকাঙ্ক্ষিত প্রতীক হিসেবে শাপলার ওপর জোর দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.