× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ব্যর্থতা বাড়বে : তাসনিম জারা

ডেস্ক রিপোর্ট।

৩০ অক্টোবর ২০২৫, ১৫:৪২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি তরুণ হওয়া সত্ত্বেও তাদের রাজনীতি থেকে দূরে রাখার প্রবণতা বিপজ্জনক সংকেত তৈরি করছে। তরুণদের সম্পৃক্ত করতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে এবং ব্যর্থতার দায় রাজনীতিকদেরই বহন করতে হবে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন।

ডা. তাসনিম জারা বলেন, জনগণ খুব ভালোভাবেই বুঝতে পারে কোথায় তাদের বঞ্চিত করা হচ্ছে।

তৃণমূলে, উঠানে, চায়ের দোকানে মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় তারা নিজের অধিকার ও ন্যায়বিচার সম্পর্কে সচেতন।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের পরিবারে হতাশা, ক্ষোভ ও বঞ্চনা জমা হয়ে আছে বহু বছর ধরে। চাকরির জন্য ঘুষ দিতে হয়, ন্যায়বিচারের জন্য বছরের পর বছর ঘুরতে হয়, নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়— এসব পরিস্থিতি দেশের মানুষ গভীরভাবে বোঝে বলেই তাদের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এজন্য অনেকেই অন্যায়ের বিরুদ্ধে মাঠেও নেমেছেন এবং জীবনের ঝুঁকি নিতেও পিছু হটেননি। 

ডা. তাসনিম জারা মনে করিয়ে দেন, দেশের অসম অর্থনৈতিক কাঠামো গড়ে ওঠার পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের যোগসাজশ কাজ করেছে। এর ফলে সম্পদ কিছু মানুষের হাতে জড়ো হয়েছে, আর সাধারণ মানুষ থেকে গেছে অসুবিধা ও দুঃখের ওপর নির্ভরশীল অবস্থায়।

তিনি তরুণ সমাজকে রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশই ২৫ বছরের নিচে। এই বিশাল প্রজন্ম দেশ নিয়ে ভাবছে, অবদান রাখতে চায়, পরিবর্তনের পথে হাঁটছে— তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও রাজনীতিবিদদের অন্যতম দায়িত্ব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.