× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামীকালের মধ্যে সরকারকে গণভোটের তারিখ ঘোষণার দাবি

ডেস্ক রিপোর্ট।

৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

আগামীকালের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ দাবি জানান।

এসময় তাহের বলেন, আগামীকালের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের তারিখ ঘোষণা দিতে হবে। নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরি করার পায়তারা করছে একটি দল।

তাহের আরও বলেন, বিএনপি দলীয় লাভ-ক্ষতি বিবেচনা করে সংস্কার চাইছে। কিন্তু সংস্কার হতে হবে দেশের স্বার্থে।

এর আগে সকালে ৫ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ ইসলামি দল। স্মারকলিপি জমা দেওয়ার আগে আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হালিম বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। দাবি মানা না হলে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীর নেতারা অভিযোগ করেন, নির্বাচনের পূর্বে যেসব ইস্যু মীমাংসিত হয়ে গেছে বলে ধরা হয়েছিল, সেগুলো নিয়ে এখন রাজনীতিতে উত্তাপ ছড়ানোর চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ সমমনা ইসলামি দলগুলোর নেতারা সরকারের প্রতি আহ্বান জানান—গণভোটের তারিখ দ্রুত ঘোষণা করে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত করতে।

এদিন, পাঁচ দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ ইসলামি দল। নভেম্বরের মধ্যে গণভোট করার দাবি জানান তারা। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.