× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পঞ্চগড়-১ আসনে সারজিসের মুখোমুখি হচ্ছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির

ডেস্ক রিপোর্ট।

০৪ নভেম্বর ২০২৫, ১৪:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের জ্যেষ্ঠ পুত্র। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এবার দ্বিতীয়বারের মতো প্রার্থী হচ্ছেন।

অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি আসনটিতে নিয়মিত জনসংযোগ, উন্নয়নমূলক সভা ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, এ আসনে আরও প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাসদ-এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন। ফলে পঞ্চগড়-১ আসনটি হতে যাচ্ছে বহুপ্রার্থী ও বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনী আসন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তরবঙ্গের সীমান্তবর্তী এ আসনে তরুণ প্রজন্ম ও মধ্যবিত্ত ভোটারদের ভূমিকা এবার নির্ণায়ক হবে। ব্যারিস্টার নওশাদ জমির তার পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন, অন্যদিকে সারজিস আলম স্থানীয় যোগাযোগ ও সাংগঠনিক শক্তিতে ভর করে মাঠে সক্রিয় রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.