× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসিকে জামায়াতের ১৮ দফা প্রস্তাব

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল এই প্রস্তাবগুলো তুলে ধরে।

বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাদের অবস্থানের বিষয়ে বিস্তারিত জানান।

হামিদুর রহমান আযাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে 'জুলাই সনদের আদেশ' সহজ হবে। তবে তিনি সতর্ক করে বলেন যে, যদি একইদিনে গণভোট হয়, তবে সেই ভোট 'ইগনোরেবল' (অগ্রাহ্য করার যোগ্য) হয়ে যেতে পারে। কমভোটে গণভোট হলে তা নিয়ে 'টালবাহানা' হতে পারে, তাই জামায়াত কোনো 'পাতানো ফাঁদে' পা দিতে চায় না।

তিনি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার আহ্বান জানান এবং প্রবাসীদের ভোট নিয়েও বৈঠকে সংশয় প্রকাশ করেন।

নির্বাচনী জোটের বিষয়ে জিজ্ঞাসা করা হলে জামায়াতের এই নেতা বলেন, জোট নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের মৌলিক বিষয়গুলোর সমাধান এলে তবেই জামায়াত জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

একইসঙ্গে, আটটি সমমনা দলের সঙ্গে তাদের যে ঐক্য হয়েছে, সেটিকে তিনি 'জোট' না বলে 'যুগপৎ আন্দোলন' বলে মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ দৃঢ়ভাবে বলেন, আগামী নির্বাচনে সুন্দর পরিবেশ চায় জামায়াত। তিনি হুঁশিয়ারি দেন, তাদের দাবি আদায় না হলে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে। একইসঙ্গে তিনি সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য সরকারকে নির্দেশনা দিতে ইসির প্রতি আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.