বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে— এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছে জামায়াত।
আজ সোমবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে—এ খবর সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে প্রচারিত।
তিনি আরও বলেন, বাস্তবে এমন কোনো বৈঠক বা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়নি। কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে জনগণের মনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এহসানুল মাহবুব জুবায়ের দেশবাসীকে এ ধরনের গুজব ও অসত্য সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত খবর প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান।