ছবি: সংগৃহীত।
পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসন। এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রাশেদ প্রধান ও জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। আর এ তিন বাঘা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সারজিস আলমকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বিএনপির প্রার্থী নওশাদ জমির শুরু থেকেই নির্বাচনি প্রচার, জনসংযোগ চালাচ্ছেন। সভা, সমাবেশ, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া চাচ্ছেন। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর মাওলানা ইকবাল হোসাইন, জাগপার রাশেদ প্রধান এবং এনসিপির সারজিস আলম মাঝে মাঝে পঞ্চগড়ে এসে শোডাউন, সভা সমাবেশ করছেন। সারজিস আলমকে এ আসনে নির্বাচন করতে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ বিএনপির নির্দিষ্ট ভোট ব্যাংক ছাড়াও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের ব্যক্তিগত ইমেজও ছেলের পক্ষে ভোটার টানতে সহায়ক হতে পারে। অন্যদিকে জাগপার সভাপতি প্রয়াত শফিউল আলম প্রধানের ব্যক্তিগত ইমেজ ছাড়াও জাগপার নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। এসব প্রার্থী অনেক আগে থেকেই নির্বাচনি মাঠে দখল করে রেখেছেন। আর এমন বাঘা বাঘা প্রার্থীর সঙ্গে সদ্য রেজিস্ট্রেশন পাওয়া ও এনসিপির প্রার্থী সারজিস আলম কতটুকু পেরে উঠবেন তা প্রশ্নসাপেক্ষ। এবারের নির্বাচনে ভোটাররা প্রার্থীর জনপ্রিয়তা, দক্ষতা, গ্রহণযোগ্যতা এবং জনসম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় আনছেন।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট হবে কিনা, জোট হলে কোন দলের সঙ্গে কোন দলের হবে, এ নিয়ে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। এজন্য এখনই কোনো প্রার্থী নির্দিষ্ট করে কিছু বলতে রাজি নন। এ ব্যাপারে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের মোবাইলে একাধিকবার ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
পঞ্চগড়-১ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯২৬। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৩৯ ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৫৮৬। তবে সবশেষ হালনাগাদ ভোটার তালিকায় মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার পঞ্চগড়-১ আসনে ভোটার বেড়েছে ১৬ হাজার ৩৪৭। এদের মধ্যে তিন উপজেলা নিয়ে এ আসনে হিন্দু ভোটার রয়েছেন ৭৫ থেকে ৮০ হাজার এবং তরুণ ভোটার ৪০ থেকে ৪৫ হাজার। এই আসনে আগামী নির্বাচনে জয়ী হতে নারী ভোটারের পাশাপাশি তরুণদের ভোট বিশেষ ভূমিকা রাখতে পারে বলে ধারণা স্থানীয়দের। এছাড়া নির্বাচনে না থাকলেও আওয়ামী লীগের ভোটারেরও একটা ভূমিকা থাকবে এই নির্বাচনে। এদিকে, পঞ্চগড়-১ আসনে ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ জাসদের প্রার্থী দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের জেলা কমিটির সহসভাপতি কারি মোহাম্মদ আব্দুল্লাহকে। গণসংহতি আন্দোলন থেকে ভোটের মাঠে লড়ার প্রস্তুতি নিচ্ছেন দলের জেলা কমিটির আহ্বায়ক সাজেদুর রহমান সাজু। গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের সাবেক জেলা আহ্বায়ক মাহাফুজার রহমানকে। এছাড়া এই আসনে খেলাফতে মজলিস থেকে জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিন ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। জাকের পার্টি থেকে দলের নেতা আনিছুর রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিলে জেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আবু সালেক নির্বাচনে অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
