× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতরাতে কিছুটা খারাপ ছিল: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।

০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) আসছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল (শনিবার, ৬ ডিসেম্বর) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে বলে জানান তিনি। দেরি হওয়ার কারণ কেবল এয়ারক্রাফ্টের ত্রুটিই কি না—এমন প্রশ্নে তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘শুধু ওটাই নয়, ম্যাডামের শারীরিক অবস্থাটা গতকাল খারাপ হয়ে গিয়েছিল তো একটু।’

যাত্রা পেছানোর ব্যাপারে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হ্যাঁ, পিছিয়েছে তো। ওই এয়ারক্রাফ্টটা খারাপ হওয়ার কারণে আমরা ওটা পাচ্ছি না। একটা নতুন এয়ারক্রাফ্ট ওরা জোগাড় করেছে, ওরা এখন কাতারে। বলা হয়েছে, সেটা আগামীকাল আসবে, হয়তো ৭ তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো নয়, সেজন্য ওখানে একটি প্রক্রিয়া হবে। তারপর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন, ম্যাডাম ফ্লাই করার জন্য ফিট কি না।’

সম্ভাব্য তারিখ রোববার কি না—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, রোববার সকালের দিকে হতে পারে।’

খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন তিনি।

এদিকে এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে কাতার অ্যাম্বাসির এক বিশেষ সূত্র নিশ্চিত করে।

উল্লেখ্য, আজই বিএনপি চেয়ারপারসনকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা করার কথা ছিল এয়ার অ্যাম্বুলেন্সটির।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.