বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরের নামাজ শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ১নং সদস্য, সাবেক কমিশনার, জনপ্রিয় জননেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ারের উদ্যোগে পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল অ্যান্ড কলেজে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের নুটুল, আজম তৌহিদ, আসাদুজ্জামান আসাদ, শাহিন, শিল্পাঋল থানার সিনিয়র সদস্য আমজাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন তেজগাঁও থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল উদ্দিন মাহমুদ দুলাল, ইমাম উদ্দিন ইমাম, হাতিরঝিল থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক।
এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির চার থানার নেতৃবৃন্দসহ ৯৯, ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মী এবং ঢাকা-১২ আসনের সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।